Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খন্দকার মাহবুব হোসেনের মৃত্যু: অর্ধদিবস আদালতের কার্যক্রম বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৩ ১১:১৫

ঢাকা: সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকার নিম্ন আদালতের বিচার কাজ বন্ধ রয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির নেতারা সিনিয়র এ আইনজীবীর প্রতি সম্মান জানিয়ে আদালতের বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

রোববার (১ জানুয়ারি) বিকেলে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জানাজার আগে সুপ্রিম কোর্টের বিচার কাজ বন্ধ রাখার ঘোষণা দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আরও পড়ুন: প্রবীণ আইনজীবী বিএনপি নেতা খন্দকার মাহবুব আর নেই

জানা যায়, গত ২৬ ডিসেম্বর ফুসফুসে পানি জমায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। পরবর্তীতে শনিবার (৩১) ডিসেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

সারাবাংলা/এআই/ইআ

অর্ধদিবস আদালত কার্যক্রম বন্ধ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর