৬ আসনের ৩টিতে আ. লীগ, শরিক ২, উন্মুক্ত ১
১ জানুয়ারি ২০২৩ ২১:০২ | আপডেট: ১ জানুয়ারি ২০২৩ ২৩:৪৭
ঢাকা: বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থী বণ্টন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। এতে আওয়ামী লীগের মনোয়ন পেয়েছেন তিনজন প্রার্থী। এ ছাড়া জাসদ ইনু ও ওয়ার্কার্স পার্টি— এই দুই শরিক দলের জন্য দুটি ও একটি আসন উন্মুক্ত রাখা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জিয়াউর রহমানকে, চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনে মো. আব্দুল ওয়াদুদ ও বগুড়া-৬ আসনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আসান রিপুকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ ছাড়া ঠাকুরগাঁও-৩ আসনটি ওয়ার্কার্স পার্টি ও বগুড়া-৪ আসন (জাসদ ইনু)’র জন্য ছেড়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় কোনো প্রার্থী না দিয়ে তা উন্মুক্ত রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩, বগুড়া-৪ ও ৬, ঠাকুরগাঁও-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনগুলোতে গত বুধবার থেকে চার দিনব্যাপী নৌকার মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন আবেদন ফরম বিতরণ শুরু হয়।
বগুড়া-৪ ( কাহালু ও নন্দীগ্রাম) আসনে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল করিম তানসেন। এর আগে তিনি ২০০৮ সালে মহাজোটের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। ২০১৪ সালের নির্বাচনে জাসদের মশাল প্রতীক নিয়ে নির্বাচিত হন। তবে ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও ১৪ দলের মনোনয়ন পান তানসেন। তবে সেবার তিনি বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন।
ঠাকুরগাঁও-৩ আসনটিতে ওয়ার্কার্স পার্টি মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা ইয়াসিন আলী। তবে তিনি বিগত নির্বাচনে ১৪ দলের মনোনয়ন পেলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় জয়লাভ করতে পারেননি।
গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন।
বিএনপির ৭ সংসদ সদস্য (সংরক্ষিত আসন একটি) পদত্যাগ করায় আসনগুলো শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে না। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দল থেকে ওই আসনে এমপি মনোনীত হবেন।
পদত্যাগকারী বিএনপির সংসদস সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার।
সারাবাংলা/এনআর/একে