Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খন্দকার মাহবুবের সম্মানে সোমবার একবেলা বসবে না সুপ্রিম কোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৩ ২০:২২

ঢাকা: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার (২ জানুয়ারি) অর্ধদিবস সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ থাকবে।

রোববার (১ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে খন্দকার মাহবুব হোসেনের জানাজার সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানান। এদিন বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে মরহুমের ছোট ছেলে খন্দকার সোয়েব মাহবুব বাবার বিদেহী আত্মার মাগফিরাত চেয়ে সবার কাছে দোয়া চান।

বিজ্ঞাপন

জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের বিচারপতিবৃন্দ, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল, সাবেক আইন প্রতিমন্ত্রী মো. শাহজাহান ওমর বীর উত্তম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও শত শত আইনজীবী উপস্থিত ছিলেন।

জানাজার আগে খন্দকার মাহবুব হোসেনের সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনান সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নুর দুলাল।

এ সময় স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

জানাজা শেষে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল বিভাগীয় আইনজীবী সমিতি, জাতীয় বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতি, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

আগামীকাল (সোমবার) বাদ জোহর খিলগাঁওয়ের মাটির মসজিদে খন্দকার মাহবুবের শেষ জানাজা অনুষ্ঠিত হবে।

খন্দকার মাহবুব হোসেনের আমেরিকা প্রবাসী বড় ছেলে ডা. সোহেল খন্দকার দেশে আসার পর রাজধানীর আজিমপুর কবরস্থানে খন্দকার মাহবুব হোসেনকে দাফন করা হবে।

এর আগে সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ছাপড়া মসজিদ, মিরপুরে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল, নয়া পল্টনে বিএনপি অফিসের সামনে খন্দকার মাহবুবের জানাজা অনুষ্ঠিত হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন গত ২৮ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন। লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাতে মারা যান। মৃত্যুকালে খন্দকার মাহবুবের বয়স হয়েছিল ৮৪ বছর।

খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ বরগুনা জেলার বামনা উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে তিনি আইন পেশায় যুক্ত হন। ১৯৬৭ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৮ সালের ১৭ জুলাই তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

মুক্তিযুদ্ধের সময় নেপথ্যে থেকে সহায়তা করেন খন্দকার মাহবুব হোসেন।

১৯৭১ সালের মার্চের মাঝামাঝিতে হাইকোর্টে আইনজীবীদের একটি মিটিংয়ে সিদ্ধান্ত হলো বঙ্গবন্ধুকে সমর্থন দেওয়ার। আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানসহ আইনজীবীদের নিয়ে জেলা কোর্টে একটি সমাবেশের আয়োজন করেন। ওই সমাবেশে বঙ্গবন্ধুর পক্ষে বক্তব্য দেন খন্দকার মাহবুব হোসেন। যুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধারা তার বাসাকে অস্ত্রাগার হিসেবে ব্যবহার করতেন।

খন্দকার মাহবুব হোসেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে চারবার (২০১০-২০১১, ২০১১-২০১২, ২০১৪-২০১৫ ও ২০১৫-২০১৬ সাল) নির্বাচিত হন। এ ছাড়াও তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পদে দুইবার (২০০৭-২০০৮ ও ২০১২-২০১৫ সাল) দায়িত্ব পালন করেন।

আইনজীবী হিসেবে তিনি অসংখ্য যুগান্তকারী মামলা পরিচালনা করেছেন। তার মধ্যে রয়েছে- যাবজ্জীবন কারাদণ্ড সম্পর্কিত মামলা (আতাউর মৃধা বনাম রাষ্ট্র, ৭৩ ডিএলআর (এডি) ২৯৮), শাজনীন হত্যা মামলা (সৈয়দ সাজ্জাদ মাইনুদ্দিন হাসান বনাম রাষ্ট্র, ৭০ ডিএলআর (এডি) ৭০), চাপা হত্যা মামলা (রাষ্ট্র বনাম খন্দকার জিল্লুর বারী, ৫৭ ডিএলআর (এডি) ১২৯), সালেহা খুকি হত্যা মামলা (এহতেশামুদ্দিন বনাম বাংলাদেশ, ৩৩ ডিএলআর (এডি) ১৫৪), আজম রেজা মামলা (রাষ্ট্র বনাম আজম রেজা, ৬২ ডিএলআর ৩৯৯), এরশাদ শিকদার বনাম রাষ্ট্র, ভিডিও ক্যাসেট (খালেদা আক্তার বনাম রাষ্ট্র, ৩৭ ডিএলআর ২৭৫) মামলা অন্যতম।

সারাবাংলা/কেআইএফ/একে

আইনজীবী খন্দকার মাহবুব হোসেন টপ নিউজ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর