Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের মানুষ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় দেখতে চায় না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৩ ১৫:৫৭

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দেশের মানুষ আর কখনোই বিএনপি-জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। দেশকে যারা পিছিয়ে দিতে চায়, দেশের মানুষ কখনো তাদের সেই সুযোগ দেবে না। দেশবিরোধী গোষ্ঠীর সব অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

রোববার (১ জানুয়ারি) দুপুরে নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০০ পরিবারের মধ্যে এক জোড়া করে ভেড়া বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পলক।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে আওয়ামী লীগ সরকার। অথচ বিএনপি সরকার লুটেরা শ্রেণিকে প্রাধান্য দিয়ে জনগণের মৌলিক অধিকারটুকুও হরণ করেছিল। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি সৃষ্টির মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিতসহ দুঃশাসনের অবসান ঘটিয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদফতরের রাজশাহী বিভাগীয় পরিচালক ড. নজরুল ইসলাম ঝন্টু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানসহ অনেকে।

সারাবাংলা/এমও

পলক বিএনপি-জামায়াত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর