Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৩ ১৪:১৩ | আপডেট: ১ জানুয়ারি ২০২৩ ১৪:১৪

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রোববার (১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, ‘পোপ বেনডিক্টের অহিংস নীতি ও সার্বজনীন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।’

প্রধানমন্ত্রী ষোড়শ বেনেডিক্টের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

 

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন

গতকাল শনিবার ভ্যাটিকানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যাথলিক চার্চের সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

ষোড়শ বেনেডিক্ট ২০০৫ সালে পোপ নির্বাচিত হয়েছিলেন। তবে মাত্র ৮ বছর দায়িত্ব পালন করে স্বাস্থ্যগত কারণে ২০১৩ সালে পদত্যাগ করেন তিনি। ৬০০ বছর আগে পোপ দ্বাদশ গ্রেগরির পর তিনি এই পদত্যাগের নজির গড়েছিলেন। পদত্যাগের ৯ বছর পর মারা গেলেন বেনেডিক্ট। পদত্যাগ পর ভ্যাটিকানেই বাস করে আসছিলেন ষোড়শ বেনেডিক্ট। ভ্যাটিকানের একলেসিয়া মঠে বাস করতেন তিনি। বর্তমান পোপ ফ্রান্সিস ও সাবেক পোপ বেনেডিক্টকে প্রায়ই একসঙ্গে ভ্যাটিকানের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত।

সারাবাংলা/এনআর/এমও

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর