Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৩ ১৩:২৭

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে জসিম মিয়া (২৪) নামে এক চালক নিহত হয়েছে।

রোববার (১ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর বাবুরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত চালক জসিম মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আবদুল জব্বারের ছেলে। তিনি পিকআপের চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে এবং পিকআপটি ভৈরবের দিকে যাচ্ছিল। বাস ও পিকআপ ঢাকা-সিলেট মহাসড়কের বাবুরহাট এলাকার পাকিজা মিলের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই পিকআপের চালক জসিম মারা যান। পিকআপের সহকারী আহত হয়।

পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ইটাখলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নূর হায়দার তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে ঘন কুয়াশা থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাস ও পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/ইআ

চালক নিহত বাস-পিকআপ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর