Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২২ ১৫:৩৪

জামালপুর: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সরকারি ভাবে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে জামালপুর সদরের সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানসহ চালকল মালিক ও কৃষকরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ১৪ হাজার ৮৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুক্তিবদ্ধ ১৩০টি চালকল মালিক সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবেন।

এ ছাড়া, চলতি মৌসুমে জামালপুর জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪৮ মেট্রিক টন। একজন কৃষক সরকার নির্ধারিত মূল্যে তিন টন করে ধান সরবরাহ করতে পারবেন।

চলতি মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি চাল ৪২ টাকা এবং প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮টাকা।

সারাবাংলা/ইআ

ধান-চাল সংগ্রহ

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর