অতীতে যারা রাষ্ট্রকাঠামো ধ্বংস করেছে, তাদের দিয়েও মেরামত হবে না
৩১ ডিসেম্বর ২০২২ ১৩:৫৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১৬:১৬
ঢাকা: রাজপথের প্রধান বিরোধীদল বিএনপিকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘অতীতে যারা রাষ্ট্রকাঠামো ধ্বংস করেছে, তাদের দিয়েও মেরামত হবে না। তাদের কাছেও রাষ্ট্রকাঠামো মেরামত আশা করা যায় না।’
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলন সামনে রেখে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
‘‘জাতীয় সম্মেলনে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়তে ১৯ দফা ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ’’— মাওলানা গাজী আতাউর রহমানের এমন বক্তব্যের প্রেক্ষিতে এক সাংবাদিক জানতে চান, ‘‘বিএনপির ২৭ দফার সঙ্গে ইসলামী আন্দোলনের ১৯ দফার কোনো যোগসূত্র আছে কিনা?
জবাবে তিনি বলেন, ‘তারা তো দিয়েছে রাষ্ট্রকাঠামো মেরামতে ২৭ দফা। কিন্তু আমরা মনে করি, অতীতে যারা রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করেছে, তাদের দিয়ে রাষ্ট্রকাঠামো মেরামত হবে না। তাদের কাছ থেকেও রাষ্ট্রকাঠামো মেরামত আশা করা যায় না।’
‘জাতীয় সম্মেলনে দেশের অন্যান্য রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা?’— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, রাজপথের প্রধান বিরোধীদল বিএনপিসহ নিবন্ধিত অনিবন্ধিত এবং নিবন্ধনের জন্য আবেদন করেছে, এমনসব রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি।’
কাউন্সিলে আসার ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাউন্সিলে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করি, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সবাই আসবেন এবং আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করবেন। বাকিটা তাদের মর্জি।’
কাউন্সিলে কী পরিমাণ লোকের সমাগম হতে পারে?— এমন প্রশ্নের জবাবে মাওলানা গাজী আতাউর রহমানা বলেন, ‘এটাতো জাতীয় কাউন্সিল। এখানে সাধারণ নেতাকর্মী আসবে না। কেবল কাউন্সিলররা আসবেন। সুতরাং নেতাকর্মীর উপস্থিতি সম্পর্কে নির্ধারিত কোনো টার্গেট আমরা নির্ধারণ করিনি।’
কাউন্সিলের লিখিত অনুমোদন পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা লিখিত আবেদন করেছিলাম এবং ডিএমপি কমিশনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, মুক্তিযোদ্ধা পরিষদের মাওলানা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের শহীদুল ইসলাম কবীর প্রমুখ।
সারাবাংলা/এজেড/ইআ