Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থার্টি ফার্স্ট নাইট উদযাপনে প্রস্তুত কক্সবাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২২ ১২:১৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১২:৫৪

কক্সবাজার: থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজারে উন্মুক্ত পর্যায়ে কোনো অনুষ্ঠান না থাকলেও বিপুল সংখ্যক পর্যটকের সমাগম আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এরইমধ্যে আগাম বুকিং হয়ে গেছে হোটেল-মোটেলের প্রায় ৭০ শতাংশ রুম। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

পর্যটন সংশ্লিষ্টরা জানান, ইংরেজি বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণ করতে আনন্দ উদযাপনে পর্যটন নগরী কক্সবাজারে সমাগম ঘটে বিপুল পর্যটকের। এ বছর এরইমধ্যে সমুদ্র সৈকতে ভিড় করছে লাখ লাখ পর্যটক। প্রতি বছর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আয়োজন করা হতো খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে ওপেন কনসার্টসহ নানা অনুষ্ঠানের। আর এসব অনুষ্ঠানে দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল সমুদ্র সৈকতসহ কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো।

বিজ্ঞাপন

কিন্তু গত চার-পাঁচ বছর বছর ধরে পর্যটকদের নিরাপত্তা ইস্যুতে উন্মুক্ত পর্যায়ে কোনো ধরণের অনুষ্ঠানের আয়োজন নেই। এতে থার্টি ফাস্ট নাইট উপলক্ষে পর্যটক আগমনে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এ বছর থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে পর্যটকদের ভিড় বাড়ছে সমুদ্র সৈকতে। তারা প্রস্তুত নতুন বছর বরণে।

ঢাকা থেকে আসা ইকবাল হায়দার জানান, বন্ধুদের নিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সমুদ্রে এসেছেন। তিনি প্রায়ই থার্টি ফার্স্ট নাইট কক্সবাজারে উদযাপন করেন। কক্সবাজার সমুদ্র সৈকতে এসে নতুন বছরকে বরণ করলে বাড়তি আনন্দ যোগ হয়।

পর্যটক সাইমা সুলতানা জানান, এবারে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপভোগ করতে তিনি তার পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছেন। এখানকার নিরাপত্তা নিয়ে তিনি সন্তুষ্ট। পুরাতন বছরের সব দুঃখ-কষ্ট সমুদ্রের পানিতে ভাসিয়ে দিয়ে নতুন বছরকে বরণ করতে চান।

বিজ্ঞাপন

কক্সবাজারের বৃহত্তর বিচ ব্যবসায়ি মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান জানান, উন্মুক্ত পর্যায়ে কোনো অনুষ্ঠান আয়োজন না থাকায় এবার আশানুরূপ পর্যটকে সমাগম নাও হতে পারে। তবে পর্যটকদের বরণে তাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক গাজী মিজানুর রহমান জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজারে আসা পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও দায়িত্ব পালন করছেন।

এছাড়া, গোসল করতে নামা পর্যটকদের নিরাপত্তার জন্য লাইফ গার্ডসহ কর্মীরা দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/ইআ

কক্সবাজার থার্টি ফাস্ট নাইট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর