১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
৩১ ডিসেম্বর ২০২২ ১১:১৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১১:২০
মানিকগঞ্জ: ঘন কুয়াশায় দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল শুরু হওয়ার পরপরই মাঝনদীতে আটকে পড়া যানবাহন বোঝায় তিনটি ফেরি ঘাটে ফিরেছে।
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে বিআইডাব্লিউটিসি আরিচা অঞ্চলের ম্যানেজার আব্দুস সালাম জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশা পড়তে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় রাত ১টায় বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এসময় মাঝনদীতে আটকে পড়ে তিনটি ফেরি। শনিবার সকাল সাড়ে দশটার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। ১৬টি ফেরির মধ্যে ১১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
দীর্ঘসময় ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে ছোটবড় সব মিলে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকে। ফেরি চলাচল শুরু হওয়ার পর পরই এসব যানবাহন পারাপার হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।
আরও পড়ুন: ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সারাবাংলা/এমও