গণতন্ত্র মঞ্চের সমাবেশ শুরু
৩০ ডিসেম্বর ২০২২ ১১:৫৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ১৫:৪৪
ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সামনে পূর্বে নির্ধারিত গণতন্ত্রের মঞ্চের সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
এর আগে, সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই জোটটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এদিকে আজ রাজধানীতে গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। এই কর্মসূচিকে কেন্দ্র করে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশ ও গণমিছিল করছে গণতন্ত্র মঞ্চ।
এখন পর্যন্ত সমাবেশের নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, শাকিব আনোয়ার, কবীর হাসান, কেন্দ্রীয় কমিটির আবু তালেব দেওয়ান, শেখ রফিকুল ইসলাম বাবলুসহ আরও অনেকে উপস্থিত হয়েছেন।
গণতন্ত্রের মঞ্চের সমাবেশ ও গণমিছিলকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বজায় রেখেছে পুলিশ। এদিকে গণমিছিল উপলক্ষে বিএনপির শত শত নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন প্রেসক্লাবে। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনো সেখানে নেতাকর্মীরা আসছেন।
সারাবাংলা/এআই/এনএস