Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কিত না হওয়ার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২২ ২২:২২

জাহিদ মালেক

মানিকগঞ্জ: করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট (ওমিক্রন বিএ.৫) নিয়ে কাউকে শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে মাস্ক পরার উপর আবারও গুরুত্ব আরোপ করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
মাসব্যাপী বিজয় মেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, ‘আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও বাংলাদেশ এখনো ভালো আছে। বাংলাদেশ প্রায় করোনা মুক্ত বলা চলে। দেশের ৯৮ ভাগ মানুষ করোনা ভ্যাকসিন নিয়েছেন। তাই করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে কোনো ধরনের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা এখনো বুস্টার ডোজ নেননি, তাদের এই ডোজ নেওয়ার আহ্বান জানাই।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘চীন থেকে যেসব নাগরিক বাংলাদেশে এসছেন, তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। আইসোলেশনে রাখা হয়েছে। তারা পুরোপুরি সুস্থ না হওয়া পযন্ত সেখানেই থাকবেন। তবে তারা কোন ধরনের ভেরিয়েন্টে আক্রান্ত সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সেই ভ্যারিয়েন্ট দুই-একদিনের মধ্যে জানা সম্ভব হবে। চীনসহ বিমান, স্থল ও নৌপথে যেসব বিদেশি নাগরিক দেশে আসবেন তাদের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে। তাদের এন্টিজেন টেস্ট করার ব্যবস্থা করা হবে। হাসপাতালগুলো তৈরি রাখা হচ্ছে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন খান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর