ফেব্রুয়ারির শেষে ঢাকা উত্তরের নির্বাচন
১৭ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৫ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৫৩
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর কারণে পদ শূন্য হওয়ায় উপ-নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নব গঠিত ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর এবং ১২টি সংরিক্ষত নারী আসনেও ভোট গ্রহণ করবে ইসি।
রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্বে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে সভা শেষে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
ইসি সচিব বলেন, মেয়র পদে উপ-নির্বাচন, দুই সিটির নবগঠিত ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদের নির্বাচন হবে। সেইসঙ্গে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৬টি করে ১২টি ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে। সবগুলো নির্বাচন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। আর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।
তিনি বলেন, নতুন ৩৬টি ওয়ার্ডে নির্বাচন স্বাভাবিক নিয়মে হলেও, নির্বাচিত কাউন্সিলররা পূর্ণ পাঁচ বছর মেয়াদ পাবেন না। অর্থাৎ তারা মেয়র পদে উপ-নির্বাচনের মেয়াদ পাবেন। হেলালুদ্দীন আহমেদ বলেন, নতুন ভোটাররা এসব নির্বাচনে ভোট দিতে পারলেও প্রার্থী হতে পারবেন না।
গত ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক মারা যান। পহেলা ডিসেম্বর থেকে মেয়র পদ শূন্য ঘোষণা করে ৪ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হয়।
সারাবাংলা/ জিএস/টিএম/এটি
উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচন ঢাকা সিটি কর্পোরেশন নব গঠিত ওয়ার্ড মেয়র নির্বাচন