Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২২ ১৬:২৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১৭:২৫

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে দেশের প্রতিটি খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। বর্তমান সরকার দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তরুণ প্রজন্মকে নিয়ে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে প‌রিণত হবে।’

বৃহস্প‌তিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় জিওবি-ইউনিসেফ ওয়াশ প্রকল্পের যুব স্বেচ্ছাসেবক সমাবে‌শ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের সবার জন্য নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সরকার গ্রামীণ ও পৌর জনপদে নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‌বি‌ভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। যার ফলে বর্তমানে স্যানিটেশন জাতীয় বিষয়ে উন্নীত হয়েছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অনিরাপদ পানি ও স্যানিটেশনের অভাবজনিত রোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।’


অনুষ্ঠানে সভাপ‌তিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী। সভাপ‌তির বক্তব্যে তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তারাবো পৌরসভাকে সারাদেশের মধ্যে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। নারী-পুরুষ সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

বিজ্ঞাপন

তারাবো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, ইউনিসেফের ওয়াশ স্পেশা‌লিস্ট শ‌ফিকুল আলম, ইউনিসেফের ওয়াশ কনসালট্যান্ট মোহাম্মদ আসাদুর রহমানসহ অনেকে।

সারাবাংলা/এমও

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর