Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক ডা. টিটো মিঞা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২২ ১৪:৪৮

ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে অধ্যাপক ডা. টিটো মিঞাকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি সদ্য সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

এর আগে, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন ডা. টিটো মিঞা। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. মো. টিটো মিঞা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হিসেবেও কাজ করেছেন।

সারাবাংলা/এসবি/এমও

ডা. টিটো মিঞা মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদফতর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর