Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জের বালিগাঁও বাজারে শতাধিক ডাকাতের হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২২ ১৪:২৭

মুন্সীগঞ্জ: টংগিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় শতাধিক ডাকাত বাজারের সিসি ক্যামেরা ও দোকানের তালা ভেঙে কর্মচারীদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে স্বর্ণের দোকান, ওষুধের দোকান ও মুদি দোকান থেকে মালামাল ও টাকা-পয়সা ডাকাতি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরের দিকে বালিগাঁও বাজারে তরকারি পট্টি এলাকায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

বিজ্ঞাপন

ডাকাতির শিকার প্রতিষ্ঠানগুলো হলো- বৃষ্টি স্বর্ণালয়, বিসমিল্লাহ ফার্মেসি, উৎসব গহণালয়, শ্রী দুর্গা গহণালয়, মা সৌভাগ্য স্বর্ণ শিল্পালয়, বাবা লোকনাথ স্বর্ণ শিল্পালয়, মিতু স্বর্ণ শিল্পালয়, প্রিয়াঙ্কা গহণালয় ও মেসার্স কালাম স্টোর।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব খান জানান, রাত ৩ টার দিকে ট্রলারযোগে ২০-২৫ জন ডাকাত সংঘবদ্ধভাবে এ ঘটনা ঘটিয়েছে। ডাকাতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতরা কি পরিমান সোনা এবং নগদ টাকা দিয়ে গেছে তা এখনও নিরুপণ করা যায়নি।

সারাবাংলা/এমও

ডাকাতি ডাকাতের হামলা বালিগাঁও বাজার মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর