Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২২ ১৪:২৯

নওগাঁ: নওগাঁ সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে অজ্ঞাত ২০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

বুধবার (২৮ ডি‌সেম্বর) রাতে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই যুবকের নাম ঠিকানা এখনও মিলেনি।

সদর হাসপাতাল স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা শাহনেওয়াজ রক্সি জানান, গত কয়েকদিন থেকে যুবক এই এলাকায় ঘুরাফেরা করছিলেন। সে সময় আমাদের মনে হয়েছিল তিনি মানসিক ভারসাম্যহীন। গতকাল রাতে এলাকাবাসী স্টাফ কোয়ার্টারের সামনে এই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল জানান, এখন পর্যন্ত মরদেহর ব্যাপারে কনো তথ্য থানায় আসেনি। বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর