বাঘা পৌরসভা নির্বাচনে ইভিএম বিড়ম্বনা
২৯ ডিসেম্বর ২০২২ ১৩:৪৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১৩:৪৯
রাজশাহী: বাঘা মসজিদসংলগ্ন আট নম্বর কেন্দ্রের সাত নম্বর ওয়ার্ড। এই কেন্দ্রের এক নম্বর বুথে ৩৫৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ৮২টি। তখন সকাল ১১টা ৩৭ মিনিট। কারোর হাতের ছাপ মিলছে না, বয়ষ্ক ছাড়াও স্বল্প শিক্ষিত মানুষেরা ইভিএমে ভোট দিতে বিলম্ব করছেন। ফলে ভোটের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত ভোটাররা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ বিষয়ে ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘অনেক বয়ষ্ক মানুষ ইভিএম ভোট বুঝতে না পারায় কিছুটা অসুবিধা হচ্ছে। ভোট গ্রহণেও দেরি হচ্ছে। অনেক ভোটারে হাতের ছাপ মিলছে না।’
অন্যদিকে বাঘা পৌরসভার ৫ নম্বর গাঁওপাড়া হাফেজিয়া মাদরাসা কেন্দ্রে মোট ভোট ৩ হাজার ৯২০ জন। অথচ এই কেন্দ্রের একটি বুথে মোট ভোটার ৩৯৭টি। অথচ এক ঘণ্টায় মাত্র ১০টি ভোট পড়েছে। অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে থেকে অস্বস্তি বোধ করছেন। তাদের মধ্যে একজন গাঁওপাড়ার বাসিন্দা হানুফা খাতুন। তিনি বলেন, ‘সকালে ভোট দিয়ে সংসারের কাজ করতে চেয়েছিলাম। অথচ দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু ভোট দিতে পারছি না।’
নির্ধারিত সময়ে ভোট শুরু করতে গিয়ে ইভিএম বিভ্রাটে পড়েছেন কেন্দ্রের পোলিং অফিসাররা। ঘণ্টাখানেক পর ভোট গ্রহণ শুরু হয়। ভোট বিড়ম্বনার শিকার হয়ে ভোটার ও প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। ভোটারদের ক্ষোভে কেন্দ্রে ছুটে আসেন রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন। এসব ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে।
কালিদাসখালী বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইজিং অফিসার আবদুল জলিল বলেন, ‘কারিগরি সমস্যার কারণে ভোটগ্রহণে বিলম্ব হয়। ইভিএমগুলো কাজ করছিল না। যার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে ভোট শুরু করতে হয়।’
কালীদাসখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কথা হয় জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্কাস আলীর সঙ্গে। তিনি বলেন, ‘ইভিএম এ ভাট দিতে দেরি হচ্ছে। ভোট প্রসেসিং দ্রুত করলে আমাদের জন্য মঙ্গল। অনেক ভোটার লাইনে না দাঁড়িয়ে থাকতে পেরে চলে যাচ্ছেন। এতে করে সব ভোটার ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে শংকায় আছি।’
ইভিএম ধীরগতি প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘কিছু ইভিএমে সমস্যা ছিল তা সমাধান হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা বিলম্ব হলেও এখন সব ঠিকঠাক। তবে উদ্বেগের কোনো কারণ নাই। কারণ ভোট কেন্দ্রে নির্দিষ্ট সময়ের যতজন ভোটার উপস্থিত হবেন তাদের ভোট নেওয়া হবে।’
বাঘা পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন- উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী, পৌর জামাতের আমির প্রভাষক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন এবং ব্যবসায়ী মো. ইসরাফিল হোসেন।
এই পৌরসভায় এবার মোট ভোটার ৩১৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ১৫৮১২ এবং মহিলা ১৫৮৫৭ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এই পৌরসভার ১১টি কেন্দ্রে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সব কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে ইভিএম পদ্ধতিতে।
সারাবাংলা/জিএস/এমও