Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলক্রসিংয়ের গেট খোলা, বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২২ ১২:২১ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১২:২৯

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কড্ডার মোড়ের মুনসুর আলী স্টেশন এলাকায় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মুন্সীগঞ্জগামী তাজ পরিবহন বাসের সুপারভাইজারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ২৫ যাত্রী। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯) ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে মনসুর আলী স্টেশন সংলগ্ন সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক মহাসড়কের রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ সময় রেলক্রসিংয়ের গেইট খোলা ছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

নিহত বাবুল (৪০) ঠাকুরগাঁ জেলার রানীশংকর থানার নেকমতপুর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ।

তিনি জানান, ভোরে ঠাকুরগাঁও থেকে মুন্সীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহর হয়ে কড্ডার মোড় রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রেলক্রসিংয়ের গেইট খোলা থাকায় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে এসে বাসটির পিছনের অংশে ধাক্কা দেয়। এ ঘটনায় ২৬ জন আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্য ও আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ওসি হারুন বলেন, এ দুর্ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। পরে জামতৈল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পরিবর্তন করে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গেইটটিতে রেলওয়ের গেইটম্যান ছিলেন না। তিনি ছুটিতে থাকায় একজন ওয়েম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই মুহূর্তে তিনিও ছিলেন না।

তবে এ বিষয়ে কথা বলার জন্য বঙ্গবন্ধু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সারাবাংলা/ইআ

টপ নিউজ ট্রেনের ধাক্কা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর