Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্থ হয়ে বৃহস্পতিবার দেশে ফিরছেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২২ ২২:৩৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ২২:২৩

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.মীরজাদি সেব্রিনা ফ্লোরা। ফাইল ফটো।

ঢাকা: দীর্ঘ সময় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. সেব্রিনা ফ্লোরা দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)।

বুধবার (২৮ ডিসেম্বর) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরার পরিবারের পক্ষ থেকে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯ ডিসেম্বর দেশে ফিরলেও দ্রুতই তিনি কাজে যোগ দেবেন না। প্রাথমিক ভাবে তিনি বাড়িতেই থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। এরপরে তিনি জানুয়ারির প্রথম সপ্তাহের শেষ বাঁ দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে কাজ শুরু করবেন।

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসের শুরুতে গুরুতর অসুস্থ হলে মীরজাদী সেব্রিনাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ওই হাসপাতালে পাঁচবার নেক্রোসেক্টোমি করা হয়ছিল। তাঁকে দীর্ঘদিন ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

রোগতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সভাপতি। এছাড়াও তিনি কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় পরামর্শক কমিটির সদস্য সচিব।

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস উত্তীর্ণ হওয়া ডা. সেব্রিনা ফ্লোরা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-নিপসমে কাজ করেছেন। কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেন তিনি। ২০২০ সালের ১৩ আগস্ট থেকে তিনি স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের পদে রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি

অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক