Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত ও চীন থেকে আসা সন্দেহভাজনদের থাকতে হবে কোয়ারেনটাইনে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ২০:৪২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ২২:২৫

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের নতুন ঢেউ আসার আগে প্রস্তুত সরকার। এই প্রস্তুতির অংশ হিসেবে ভারত ও চীনসহ যেসব দেশে কোভিড-১৯ সংক্রমণের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন উপধরণ শনাক্ত হয়েছে এমন দেশগুলো থেকে যেসব সন্দেহভাজন যাত্রী বাংলাদেশে আসবেন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারেনটাইনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. আনোয়ার বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে করোনার নতুন উপ-ধরন বিএফ-৭। এ অবস্থায় বিদেশ থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের স্ক্রিনিং জোরদার করা হয়েছে। যেসব দেশ থেকে সন্দেহজনক যাত্রী পাওয়া যাবে, তাদের নিজ খরচে সেলফ (নিজস্ব ব্যবস্থাপনায়) কোয়ারেনটাইনে থাকতে হবে। এ জন্য শিগগিরই সংশ্লিষ্ট হোটেলগুলো নির্ধারণ করে দেওয়া হবে।

তিনি বলেন, করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে মহাখালীর কোভিড হাসপাতালে চীনের চার নাগরিককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসবি

করোনাভাইরাস কোভিড-১৯ কোভিড-১৯ স্বাস্থ্যসচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর