Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১০ টাকার দৌড়’ বিজয়ীদের হাতে বাইক তুলে দিল নগদ

সারাবাংলা ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২২ ১৭:৫৯

ঢাকা: দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ অ্যাপের মাধ্যমে মোবাইলে গেম খেলে সপ্তাহের সর্বোচ্চ স্কোর তুলে মোটরবাইক জিতে নিয়েছেন চারজন বিজয়ী।

সম্প্রতি রাজধানীর বনানীতে নগদ-এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে বাইক তুলে দেওয়া হয়।

‘দশ টাকার অফার’ মোবাইল রিচার্জ ক্যাম্পেইনের আওতায় ১৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২২ পর্যন্ত ‘নগদ’ অ্যাপের মাধ্যমে মোবাইলে ‘দশ টাকার দৌড়’ নামক গেম খেলে সপ্তাহের সর্বোচ্চ স্কোর গড়ে এ পুরস্কার জিতে নেন তারা।

বিজয়ীরা হলেন- তাহমিনা আক্তার লিলি, মো. হজরত আলী, আখিফুল ও রিহাত হাসান তুহিন।

নগদের চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহমদ, চিফ অপারেটিং অফিসার গোলাম মোর্তুজা চৌধুরী, চিফ কর্পোরেট গভার্নেন্স অফিসার এবং চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার নুরুল আলম, স্ট্রাটেজি বিভাগের প্রধান সালাহউদ্দীন মোহাম্মদ ইউসুফ, হেড অব ডিজিটাল মার্কেটিং রোমায়েল হাসান ওয়াহিদ, জেনারেল ম্যানেজার আবু সুফিয়ান মোহাম্মদ খালেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার – ব্র্যান্ড আলি আহসান, কাস্টমার সার্ভিস বিভাগের প্রধান কৌশিক সাহা সহ নগদের কর্মকর্তারা বিজয়ীদের মধ্যে মোটরবাইকের চাবি হস্তান্তর করেন।

এ সময় বাইক বিজয়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার লিলি জানান, ক্যাশআউট চার্জ সবচেয়ে কম হওয়ায় বাড়ি থেকে খরচের টাকা সব সময় নগদে পাঠান তার বাবা। লেখাপড়ার অবসরে অলস সময়টাকে আনন্দময় করে তুলতে নগদের ‘দশ টাকার দৌড়’ ক্যাম্পেইনে অংশ নেন তিনি।

তিনি বলেন, ‘সময় কাটানোর জন্য গেম খেলেছি, কিন্তু নগদ থেকে যে এভাবে পুরস্কার পাব, সেটা একেবারেই ভাবিনি। আমার হাতে পুরস্কার এটা এখনও বিশ্বাস হচ্ছে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

নগদ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর