Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২২ ১৭:১২

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিহাব উদ্দিন স্মরণ (২৬) নামে এক ছাত্র মারা গেছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কচুয়া টু বটতলী সড়কের বাংলাবাজার এলাকার বসু বাড়ির দরজায় এই দুর্ঘটনা ঘটে।

শিহাব উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পাঁচঘরিয়া গ্রামের মো. সেলিমের ছেলে ও নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে রামনারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বাহার জানান, নিহত স্মরণ ব্যক্তিগত কাজে আরেক মোটরসাইকেল আরোহীসহ চাটখিলের সোমপাড়া থেকে সাহাপুরে যাচ্ছিলেন। যাত্রা পথে তাদের মোটরসাইকেলটি কচুয়া-বটতলী সড়কের বাংলাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেডের কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে স্মরণ মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।  তবে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো.আবু জাফর জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যান আটক করে। খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় চালক পালিয়ে যায়। নিহতের পরিবারের থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর