Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পকেটে মাদক দিয়ে ফাঁসানো এএসআইসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২২ ১৫:১৪

ঢাকা: পথচারীর পকেটে মাদক দিয়ে ফাঁসানো পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটভূক্ত অপর দুই আসামি হলেন- মো. রুবেল ও মো. সোহেল রানা।

বুধবার (২৮ ডিসেম্বর) ক্যান্টনমেন্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মো. শাহজাহান আলী চার্জশিটের বিষয়টি জানান।

তিনি বলেন, ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ওই দিনই চার্জশিটটি দেখেছেন। পরবর্তী বিচারের জন্য নথিটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বরাবর পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন গত ২৬ ডিসেম্বর এ চার্জশিট জমা দেন।

জানা যায়, আসামি এএসআই মাহবুবুল আলমসহ একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামের এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা দেয় পুলিশ। পরবর্তীতে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়।

পরবর্তী সময়ে এ ঘটনায় এএসআই মাহবুবুল আলমসহ তিন জনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ সেপ্টেম্বর মামলা দায়ের করেন পল্লবী থানার উপ-পরিদর্শক খালিদ হাসান তন্ময়। মামলা দায়েরের পর তিন আসামিকে রিমান্ডে নেয় পুলিশ। ৮ সেপ্টেম্বর এ তিন আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১১ সেপ্টেম্বর রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। পরে বিভিন্ন সময়ে তিন আসামি জামিন নেন।

সারাবাংলা/এআই/ইআ

চার্জশিট দাখিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর