এগিয়ে যাবো আমরা দুর্বার গতিতে: শেখ হাসিনা
২৮ ডিসেম্বর ২০২২ ১৩:০৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ২১:১৫
ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার অংশ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অসম সাহসে আমরা অসীম, সম্ভাবনার পথে ছুটিয়া চলেছি। এগিয়ে যাব আমরা দুর্বার গতিতে, এগিয়ে যাবে বাঙালি দুর্বার গতিতে। গড়ে তুলবো সব বাধা অতিক্রম করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ক্ষুধা ও দারিদ্রমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ।’
বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর দিয়াবাড়ীতে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষ আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে জয়ী করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ পুর্নগঠনে যখন এগোচ্ছিলো ঠিক তখন পঁচাত্তরে আমার বাবা, মা, ছোট তিন ভাই, মিলিটারি সেক্রেটারিকে হত্যা করা হয়। অনেক স্বপ্ন ছিলো আমার বাবার এ দেশ নিয়ে। তা পূরণ হলো না। একুশ বছর পর ক্ষমতায় এসে আমরা ফের কাজ শুরু করি। আমরা যখন মেট্রোরেল শুরু করি তখন এলো আঘাত, সাত জন জাপানি হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত হন। আমরা এ ঘটনায় সমবেদনা জানাই। এরপরেও জাপান আমাদের সঙ্গে থেকে কাজ করেছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মেট্রোরেলের পাশে নিহত জাপানি কর্মীদের স্মরণে স্মৃতিফলক করেছি। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে সারাবিশ্বে মর্যাদা পেয়েছি। আজ আরেকটি সাফল্য সংযোজিত হলো। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত লাইন নির্মাণ হবে। মোট ২১.২৬ কিলোমিটার পথ নির্মাণ হবে। এর মধ্য দিয়ে চারটি মাইলফলক অর্জিত হয়েছে। বৈদ্যুতিক ট্রেন মেট্রোরেল ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। বাংলাদেশ এখন দ্রুত গতিসম্পন্ন ট্রেনের যুগে প্রবেশ করলো।’
আমরা নির্বাচনে ইশতেহারে প্রতিশ্রুতি করেছিলাম ছয়টি লাইন করবো। যা ২০৩০ সালের মধ্যে কাজ শেষ হবে। বাকিগুলোর সমীক্ষা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, আমাদের দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি যারা, তারা যেন সহজে মেট্রোরেলে যাতায়াত করতে পারেন সে ব্যবস্থা রাখা হয়েছে। নারী ও শিশুদের জন্য আলাদা কোচ, মুক্তিযোদ্ধারাও চলবেন বিনা পয়সায়।
এর আগে, সকাল ১১টায় উত্তরা সেক্টর-১৫ নম্বরের সি-১ ব্লকের খেলার মাঠে সমাবেশ স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর তিনি সেখানে প্রতীকী ফলকে মেট্রোরেলের উদ্বোধন করেন। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করেন।
এসময় তিনি সমাবেশে আসা অতিথিদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান।
সারাবাংলা/জেআর/ইআ/এমও