Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর স্বপ্ন নয়, মেট্রোরেল আজ সত্যি: ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২২ ১২:৫২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ২০:১০

ফাইল ছবি

ঢাকা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘উন্নত দেশের মতো বাংলাদেশে মেট্রোরেল চলবে এটা এখন আর স্বপ্ন নয়, আজ তা সত্যি হয়েছে। বাংলাদেশের জনগণের জন্য এ এক আনন্দের দিন। রাজধানীবাসীর জন্য এক স্বপ্ন পূরণের দিন। মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে সরকারের সাফল্যের চূড়ায় পৌঁছেছে।’

বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর দিয়াবাড়ীতে মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার অর্জন, গণপরিবহনে মেট্রোরেল সংযোজন। শেখ হাসিনার অবদান, বাংলাদেশে মেট্রোরেল দৃশ্যমান।’

বাংলাদেশে স্বাধীনতা এসেছে জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরে এসেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘২০১৪ সালে জুনের এগারো তারিখে এই দিয়াবাড়ীতে অসংখ্য মানুষ জড়ো হয়েছিলো মেট্রোরেলের ভিত্তি প্রস্তর স্থাপন দেখতে। সেদিন ছিলো অনেক ঝড়, মঞ্চ ভেঙে গেলো। দাঁড়াবার কোনো জায়গা ছিলো না। কাকভেজা হয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। সেই মেট্রোরেল কোনো স্বপ্ন নয়, আজ তা এখন সত্যি।

ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেল বাংলাদেশে প্রথম, বঙ্গবন্ধু টানেল প্রথম, বিআরটি, এলিভেটেট এক্সপ্রেসওয়ে বাংলাদেশে প্রথম। এতো বড় বিশ্বকাপ হয়ে গেলো কোথাও লোডশেডিং হয়নি। সীমান্ত সড়কও হচ্ছে। আজকের এই উন্নয়ন, পদ্মাসেতু, শেখের বেটি বলে দেখিয়ে দিয়েছে, বিশ্বব্যাংকের চোখে আঙুল দিয়েছেন। কেন আমরা পারবো না। আমরা বীরের জাতি। বিশ্বব্যাংক অপমান করেছে, আমরা বলতে চাই আমরা বীরের জাতি, চোরের জাতি নই।’

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে অন্তর জ্বালায় মরে। জ্বালায় তারা বলছেন, জোড়াতালি দিয়ে পদ্মাসেতু করা হয়েছে। এখন খুলনা গেলেন কেমনে তিন ঘণ্টায়? শেখ হাসিনা পদ্মাসেতু, মেট্রোরেল করে ফেললো শত সড়ক, শত সেতু করে ফেললো।।কঠিন বিশ্ব মন্দা পরিস্থিতিতেও বাংলাদেশ অনেক উন্নত দেশের চেয়ে ভালো আছি। সেজন্যই ওদের অন্তর জ্বালা।’

বিজ্ঞাপন

মেট্রোরেল নিয়ে দুর্নীতি বলতে পারে না, এখন বলে ভাড়া বেশি। কলকাতায় মেট্রো চালু হয় নব্বইয়ের দশকে। বাংলাদেশে একবিংশ শতাব্দিতে। উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে বলেও বলেন ওবায়দুল কাদের।

সারাবাংলা/জেআর/এমও

ওবায়দুল কাদের মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর