Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২২ ১৩:২৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৩:৫৯

চট্টগ্রাম ব্যুরো: কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের বাড়িতে হামলা, গুজবসহ ফেসবুকে নানামুখী অপপ্রচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। আশরাফুল কালাম মিঠু চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হত্যা মামলার আসামি বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি ডিবির সাইবার ইউনিট। মূলত যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে মিঠুকে মিরসরাই থেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, ১৯ নভেম্বর কামাল উদ্দীন নামে এলিটের এক কর্মী বাদি হয়ে ১৩ জনের বিরুদ্ধে ডিএমপির বনানী থানায় একটি জিডি করেন। সেই জিডির তদন্তে আটকদের সম্পৃক্ত পেয়ে ডিবির একটি দল তাকে আটক করে।

অভিযুক্তরা হলেন- আবুল হাসনাত ওরফে হাবিব খান (৩২), আশরাফুল কালাম মিঠু (৩৬), শামিম হাসান রেহান (২৮), আরাফাতুল ইসলাম, কামরুল হাসান প্রকাশ, ওমর ফারুক, প্রিন্স হাবিব, মো. হাসান রনি, ইমরান হোসেন তুহিন, আশ্রাফ উদ্দিন চৌধুরী, আর এন এম মোজাহিদ হোসাইন, একরামুল হক সোহেল, মো. ইবরাহিম নিশানসহ অনেকে।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, আবুল হাসনাত ওরফে হাবিব খান ও আশরাফুল কালাম মিঠুর নির্দেশনা, পরিকল্পনা ও নেতৃত্বে আরও কিছু ব্যক্তি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটকে সামাজিকভাবে সম্মানহানি করার উদ্দেশ্যে দীর্ঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন। নিয়াজ মোর্শেদ এলিটের জনপ্রিয়তা, রাজনৈতিক ও সামাজিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে তারা এ অপপ্রচার চালাচ্ছে বলে ডায়েরিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার