Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২২ ০৮:৪৪

হবিগঞ্জ: মাধবপুরে পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাধবপুর উপজেলার বেজুরা গ্রামের আফতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (২০), একই গ্রামের ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮)।
তারা চাচাতো ভাই।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ১১টায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম জানান, রাত ১১টার দিকে সিলেট থেকে ঢাকা গামী একটি পিক-আপের সাথে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধা চত্ত্বর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই ভাই গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

সারাবাংলা/এমও

পিকআপ ভ্যান হবিগঞ্জ

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর