Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ২১:৫২

নেত্রকোনা: জেলার মদন উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে সাজাত মিয়া (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নে মাখনা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম মজিদ মিয়া (৬৫)। তিনি পেশায় কৃষক।

বিজ্ঞাপন

নিহত সাজাত মিয়া কই গ্রামের মানিক মিয়ার ছেলে। আর আহতরা হলেন— মানিক মিয়া (৬০), মজিদ মিয়া (৬৫), সোজাত মিয়া (২৭) ও রহমত আলী (৬১)। এর মধ্যে মজিদকে আটক করেছে পুলিশ। এদিকে গুরুতর আহত হওয়ায় মানিক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের মানিক মিয়ার সঙ্গে মজিদ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে মামলা হয়। একপর্যায়ে বিষয়টি স্থানীয় লোকজন মীমাংসা করেন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার মানিক মিয়ার ছেলে সাজাত মিয়া বাড়ির সামনে কিছু হাঁস ছেড়ে একটি মনোহারি দোকানে বসেন। এসময় মজিদ মিয়ার ছেলে কবির ও শহীদ মিয়া পূর্বের ঘটনা নিয়ে তর্কবিতর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে সাজাত মিয়ার ওপর হামলা চালায়। তখন দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৫ জন আহত হন।

আহতদের মধ্যে সাজাত মিয়াকে মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অয়ন ঘোষ তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের মদন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, হামলার ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মজিদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

নেত্রকোনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর