ঢাকায় গণমিছিলের রুট নয়াপল্টন-বাংলামোটর
২৭ ডিসেম্বর ২০২২ ১৬:৪৭
ঢাকা: জাতীয় সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠেয় বিএনপির গণমিছিলের রুট হবে নয়াপল্টন থেকে বাংলামোটর পর্যন্ত।
এ বিষয়ে অবহিত করতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হবে। এরপর কাকরাইল মোড়, শান্তিনগর-মালিবাগ-মৌচাক-মগবাজার হয়ে বাংলামোটর গিয়ে শেষ হবে বিএনপির গণমিছিল। বিকেল ৫টার মধ্যে গণমিছিল কর্মসূচি শেষ করবে বিএনপি।
১০ ডিসেম্বর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে গণমিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে বিভাগীয় শহরে এ গণমিছিল কর্মসূচি হওয়ার পালনের কথা ছিল। কিন্তু ওই দিন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় ঢাকার গণমিছিলের তারিখ পুননির্ধারণ করা হয়। বাকি বিভাগগুলোতে নির্দিষ্ট দিনেই গণমিছিল করে বিএনপি।
সারাবাংলা/এজেড/ইআ