পথে সাজ সাজ রব, স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন কাল
২৭ ডিসেম্বর ২০২২ ১৫:০৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৫:০৯
ঢাকা: দিনের অপেক্ষা শেষ এখন মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরই উদ্বোধন হতে যাচ্ছে কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেল। ২৮ ডিসেম্বর এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে সাধারণ যাত্রীরা স্বপ্নের মেট্রোরেলে চড়ার সুযোগ পাবেন ২৯ ডিসেম্বর।
মেট্রোরেলের উদ্বোধনকে কেন্দ্র করে পুরো মেট্রোরেল পথ এলাকা সাজ সাজ রব। জোরদার করা হয়েছে কঠিন নিরাপত্তা। এরইমধ্যে মেট্রোরেল পথের চারপাশের বাসিন্দাদের সাত দফা নির্দেশনা দিয়েছে পুলিশ প্রশাসন। যা বাস্তবায়ন করতে বাড়ি বাড়ি গিয়ে চেক করা হচ্ছে। বসানো হয়েছে পুলিশ প্রহরা। সব মিলিয়ে এখন শুধু উদ্বোধনের ক্ষণ গণনার পালা।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে সংবাদ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন। আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত চলবে ট্রেন। মাঝের কোনো স্টেশনে আগামী তিন মাস যাত্রী ওঠানামা করানো হবে না।’
তিনি আরও বলেন, ‘মেট্রোরেলে শিক্ষার্থীদের কোনো হাফ ভাড়া থাকবে না। যারা র্যাপিড পাস কিনবেন তারা ১০ শতাংশ ছাড় পাবেন। আর তিন ফুটের কম উচ্চতার শিশুরা বাবা মায়ের সঙ্গে ভ্রমন করলে ভাড়া ফ্রি। বর্তমান বাস্তবতা আধুনিক বিশ্বের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে মেট্রোরেলের ভাড়া বেশি না।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের আশার বাতিঘর, সাহসের বর্নিল ঠিকানা, রূপান্তরের রূপকার। আশা করছি, আগামী বছর ডিসেম্বরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ এবং ২০২৫ সালে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের অংশের খুলে দেওয়া যাবে। আপাতত ৬ কোচ বিশিষ্ট ২৪ সেট ট্রেন চালু থাকবে। তবে ভবিষ্যতে ৮ কোচে উন্নীত করা যাবে।’
এমআরটি লাইন-৬ এর আওতায় উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার রেলপথের আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথ চালু হচ্ছে ২৮ ডিসেম্বর। এই পথে রয়েছে ৯টি স্টেশন চলবে দশটি মেট্রো ট্রেন। প্রথম দিকে সপ্তাহে দুইদিন সকাল ও বিকেলে ১০ মিনিট পর পর চার ঘন্টা করে যাত্রী পরিবহন করবে মেট্রোরেল। এই পথে যাত্রীদের ভাড়া গুনতে হবে ২০ টাকা থেকে সর্বোচ্চ ৬০ টাকা। বিদ্যুৎ চালিত মেট্রোরেল এই পথে চলাচলে বিদ্যুতের প্রয়োজন হবে ৯ মেগাওয়াট।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে চালুর কথা রয়েছে। ডিএমটিসিএল’র প্রতিবেদন অনুযায়ী এই অংশের অগ্রগতি ৮৫ দশমিক ৭৬ শতাংশ।প্রাথমিক পরিকল্পনায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার নির্মানের কথা ছিলো। পরে সংশোধন করে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বাড়ানো হয়। এমআরটি লাইন-৬ এর আওতায় এই অংশের কাজ শুরু করতে চলতি বছরের ২৮ নভেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সরকার। আগামী ২০২৫ সালের মধ্যে এই অংশের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারন করা হয়েছে।
উল্লেখ্য, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্থাপনে চলমান এ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিলো ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এরপর কমলাপুর পর্যন্ত যুক্ত হওয়ায় এর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়। এরমধ্যে জাইকা ১৯ হাজার ৭১৯ কোটি টাকা দিচ্ছে আর সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করবে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।
মেট্রোরেল সংক্রান্ত আরও সংবাদ:
- মেট্রোরেল শুরুতে চলবে দিনে ৪ ঘণ্টা
- মেট্রোরেলের ভাড়া কিলোমিটারে ৫ টাকা
- মেট্রোরেলের টিকিট সংগ্রহ এবং যাতায়াত যেভাবে
- রাত বারোটা পর্যন্ত ১০ মিনিট পর পর চলবে মেট্রোরেল
- ২০৩০ সালের মধ্যে প্রস্তুত হচ্ছে আরও তিন মেট্রোলাইন
- ১০০ কিলোমিটার গতিতে ছুটবে বিদ্যুৎচালিত মেট্রোরেল
- যানজটে নাকাল নগরীতে মুক্তির আনন্দ দেবে মেট্রোরেল
- চট্টগ্রামেও চলবে মেট্রোরেল, হচ্ছে ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান
- মেট্রোরেলের যাত্রীদের গন্তব্যে পৌঁছাবে বিআরটিসি’র বাস
- মেট্রোরেলে যাতায়াতের নিয়ম জানা যাবে এমইআইসি থেকে
- সড়ক থেকে সরছে মেট্রোর নির্মাণসামগ্রী, স্বস্তিতে নগরবাসী
- মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও পথে অগ্রগতি ৯৭.৬০ শতাংশ
- মেট্রোরেলে যাত্রী পরিবহন এ মাসেই, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
- যাত্রীদের মেট্রোরেলে চলাচলের ধারণা দিতে ‘মেট্রোগার্ল’ উদ্যোগ
- মেট্রোরেল পরিচালনায় ১ হাজার কোটি টাকা চায় ডিএমটিসিএল
- মেট্রোরেলে যেসব সুবিধা পাবেন যাত্রীরা
- অপেক্ষার অবসান ২৮ ডিসেম্বর, পরদিন থেকেই মেট্রোরেলে যাত্রী চলাচল
- মেট্রোর যাত্রীদের জন্য প্রস্তুত বিআরটিসি বাস, চলছে ট্রায়াল
- প্রেসক্লাব-মতিঝিলে মেট্রোরেলের ‘দুর্ভোগ’ সহ্য করতে হবে আরও ১ বছর
- চলছে মেট্রোরেল উদ্বোধনের প্রস্তুতি, অপেক্ষায় রাজধানীবাসী
- যেভাবে ভ্রমণ করবেন মেট্রোরেলে
- রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে আশার আলো মেট্রোরেল
সারাবাংলা/জেআর/ইআ