Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শীতে অনেক ভোটারের হাতের আঙুল শক্ত হয়েছিল, এ কারণে সমস্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ১৪:৪৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৪:৫৩

রংপুর: রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে ভোট শুরুর পর ১৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তাৎক্ষণিক যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া যায়। তবে ‘সেসব সমস্যা তাৎক্ষণিক সমাধান করা হয়েছে’ জানিয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেছেন, ‘শীতে অনেক ভোটারের হাতের আঙুল শক্ত হয়েছিল, এ কারণে কিছুটা সমস্যা হয়েছিল।’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচনী এলাকার কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সময় সংবাদের কাছে পরিস্থিতি তুলে ধরেন।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘দুই-একটি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণে সমস্যা হলেও তাৎক্ষণিক সেটা ঠিক করা হয়েছে। সকালে ঘন কুয়াশা ও শীতের কারণে অনেক ভোটারের হাতের আঙুল শক্ত হয়েছিল; এ কারণে কিছুটা সমস্যা হতে পারে। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে।’

রসিক নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। নির্বাচনে মেয়র পদে ৯ জন, সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলরসহ মোট ২৬০ প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

এদিকে, রংপুর সিটি করপোরেশন নির্বাচন (রসিক) নির্বাচন কমিশন (ইসি) থেকে সিসি ক্যামেরার কন্ট্রোল রুমের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

গতবারের মতো এবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হচ্ছে। ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে ২২৯টি কেন্দ্রের মধ্যে ১৮০৭টি সিসি ক্যামেরা স্থাপন করে ইসি। তবে গাইবান্ধা-৫ উপ নির্বাচনে ভোট চলার সময় সাংবাদিকরা মনিটরিং রুমে অবাধে প্রবেশ করতে পারলে এবার সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত করছে আউয়াল কমিশন।

বিজ্ঞাপন

আরও পড়ুন:
রসিক নির্বাচনে ভোট শুরু, চলছে সিসিটিভি’তে পর্যবেক্ষণ
সিসি ক্যামেরায় রসিক নির্বাচন সরাসরি মনিটরিং করছে ইসি

সারাবাংলা/এমও

ভোট কেন্দ্র ভোটার রংপুর সিটি করপোরেশন রিটার্নিং কর্মকর্তা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর