Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রসিক নির্বাচনে সাড়ে তিন ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ১৪:০২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৬:৫২

ঢাকা‌: রংপুর সিটি করপোরশন নির্বাচনে সাড়ে তিন ঘণ্টায় ১০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি পর্যবেক্ষণ মনিটরিং রুমে বসে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে আটটায় শুরু হওয়া এ ভোটে সাড়ে তিন ঘণ্টা অতিবাহিত হওয়ার পর তিনি এমন মন্তব্য করেন।

গতবারের মতো এবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হচ্ছে। ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে ২২৯টি কেন্দ্রের মধ্যে ১৮০৭টি সিসি ক্যামেরা স্থাপন করে ইসি। তবে গাইবান্ধা-৫ উপ নির্বাচনে ভোট চলার সময় সাংবাদিকরা মনিটরিং রুমে অবাধে প্রবেশ করতে পারলে এবার সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত করছে আউয়াল কমিশন।

নির্বাচনে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ভোটে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ১৬ জনের ফোর্স। আর সাধারণ কেন্দ্রে রয়েছে ১৫ জনের ফোর্স।

ইসি আনিছুরের বক্তব্য দেওয়ার আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক।’

ইসি আনিছুর রহমান জানান, দুপুর ১২টা নাগাদ ১০ শতাংশ ভোট গণনা হয়েছে। ১৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) তাৎক্ষণিক যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া গেছে জানিয়ে এই কমিশনার বলেন, ‘সেসব সমস্যা তাৎক্ষণিক সমাধান করা হয়েছে।’

ভোটে নারী ভোটারদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘সার্বিক বিবেচনায় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হচ্ছে।’

আরও পড়ুন: রসিক নির্বাচনে ভোট শুরু, চলছে সিসিটিভি’তে পর্যবেক্ষণ

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

রংপুর সিটি করপোরশন নির্বাচন রসিক নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর