Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে হেরোইনের চালানসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ১৩:২৫

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় ৭ লাখ ৩০ হাজার টাকার হেরোইনের চালানসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার দিবাগত রাতে সদর উপজেলা ও সাটুরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সদর উপজেলার চরমত্ত এলাকার মো. আতাউর রহমান (৫০), একই এলাকার গিয়াস উদ্দিন (৪০), একই উপজেলার উচিুটিয়ার ঝুকুরিয়ার সাব্বির হাসান (৩২) ও খোকন মিয়া (২৮)। ঘিওর উপজেলার চর বানিয়াজুরি এলাকার মনির খান (৩১) এবং সাটুরিয়ার রাইল্যা মধ্যপাড়ার মো. সৈয়দ আলী (৩৩)।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার উচুটিয়া ও চরমত্ত এবং সাটুরিয়া উপজেলার কামতা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তিনি জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। জামিনে এসে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছেন তারা। তাদের বিরুদ্ধে সদর ও সাটুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/ইআ

আটক হেরোইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর