এবারও বিপুল ভোটে বিজয়ী হবো: মোস্তফা
২৭ ডিসেম্বর ২০২২ ১১:৩৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১১:৪২
রংপুর: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, গত পাঁচ বছরে রংপুরের যে উন্নয়ন হয়েছে তার মূল্যায়নে এবারও বিপুল ভোটে বিজয়ী হবো বলে আশা করছি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আমি যত ভোট পাব বাকী মেয়র প্রার্থীদের ভোট যোগ করেও আমার সমান হবে না।’
জয়ের বিষয়ে তিনি শতভাগ আশাবাদী উল্লেখ করে বলেন, ‘গত মেয়াদে রংপুরের মানুষ আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছেন। এই পাঁচ বছরে রংপুরের যে উন্নয়ন হয়েছে তার মূল্যায়নে এবারও আমি বিপুল ভোটে বিজয়ী হবো বলে আশা করছি।’
নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। নির্বাচনে মেয়র পদে ৯ জন, সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলরসহ মোট ২৬০ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
আরও পড়ুন:
রসিক নির্বাচনে জয় নিয়ে আশাবাদী নৌকার প্রার্থী ডালিয়া
রসিক নির্বাচনে ভোট শুরু, চলছে সিসিটিভি’তে পর্যবেক্ষণ
সিসি ক্যামেরায় রসিক নির্বাচন সরাসরি মনিটরিং করছে ইসি
সারাবাংলা/ইআ