Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে অটোরিকশা ছিনতাইয়ের সময় বৃদ্ধ চালককে হত্যা

লোকাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ১০:০৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১০:০৬

হিলি: দিনাজপুরের হিলিতে অটোরিকশা ছিনতাইয়ের পর মফিজার রহমান (৬০) নামে এক চালককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েঝে। পরে স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া করে অটোরিকশাটি জব্দ করেছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় হাকিমপুর উপজেলার জামতুলী মিশন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম।

নিহত মফিজার রহমান (৬০) হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া এলাকার মৃত আজিজার রহমান।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম বলেন, ‘সোমবার রাতে হিলি থেকে দুইজন যাত্রী নিয়ে মনসাপুরের দিকে রওনা দেন মফিজার রহমান। পরে তারা পৌরসভার জামতুলী মিশন এলাকায় পৌঁছালে অটোতে থাকা যাত্রী দুজন চালককে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অটোটি জব্দ করা গেলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘৯৯৯ ফোন পেয়ে পুলিশের একটি টিম আহত অবস্থায় চালক মফিজার রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমও

অটোরিকশা ছিনতাই বৃদ্ধ চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর