রসিক নির্বাচনে ভোট শুরু, চলছে সিসিটিভি’তে পর্যবেক্ষণ
২৭ ডিসেম্বর ২০২২ ০৯:৪৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ০৯:৪৮
রংপুর: রংপুর সিটি করপোরেশন নির্বাচন শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় নগরীর ২২৯টি কেন্দ্রের ১ হাজার ৩৪৯টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে নেওয়া হবে ভোট।
নির্বাচন কার্যক্রম সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। এছাড়া প্রতিটি কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়। এজন্য ভোটগ্রহণের শুরু থেকে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরে আলম মিনা বলেন, ‘যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা তৎপর। আশা করছি সুষ্ঠুভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।’
এদিকে সব প্রার্থীই জয়ের ব্যাপারে সুনিশ্চিত দাবি করে নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এটাই প্রত্যাশা তাদের।
নির্বাচনে মেয়র পদে হেভিওয়েট প্রার্থী সদ্য বিদায়ী মেয়র জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ভোট নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘গত নির্বাচনে জনগণ প্রায় এক লাখ ভোট আমাকে বেশি দিয়েছিল। আমি মনে করি, এবারের ভোটটাও একতরফা হবে। আমার বিশ্বাস গতবারের থেকে এবার অনেক বেশি ভোট দিবে জনগণ।’
জয়ের ব্যাপারে একই কথা জানালেন আরেক শক্তিশালী প্রার্থী আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াও। তিনি বলেন, ‘উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক করেছেন, অনেক দিয়েছেন। আমরা রংপুরবাসী প্রধানমন্ত্রীকে কিছু দিতে পারিনি। আমার বিশ্বাস রংপুরবাসী এবার নৌকায় ভোট দেবে। কারণ, এই নগরীতে পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি, সাবেক মেয়র সেটা করতে পারেননি।’
নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। নির্বাচনে মেয়র পদে ৯ জন, সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলরসহ মোট ২৬০ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
সারাবাংলা/এমও
টপ নিউজ রংপুর সিটি করপোরেশন রংপুর সিটি করপোরেশন নির্বাচন রসিক নির্বাচন সিসিটিভি