Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিউদ্দিন খান আলমগীরকে দেখতে হাসপাতালে সেলিম মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ০০:২১

ঢাকা: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেকমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরকে দেখতে গিয়েছিলেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

সোমবার (২৬ ডিসেম্বর) তার নিজের এলাকা চাঁদপুর-কচুয়ার সংসদ সদস্যের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার পাশে বসে কিছু সময় অতিবাহিত করেন। সেলিম মাহমুদ আগামী সংসদ নির্বাচনে ওই সংসদীয় আসন থেকে নিজেও মনোনয়ন প্রত্যাশী।

বিজ্ঞাপন

সংসদ সদস্য মহিউদ্দিন খান আলমগীর অসুস্থ শরীর নিয়ে গত ২৩ ডিসেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

ড. সেলিম মাহমুদ বলেন, ‘ড. মহিউদ্দিন খান আলমগীর শেখ হাসিনার সরকারের একজন মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে আমার উপজেলা কচুয়ায় অনেক উন্নয়ন করেছেন। সেটি আমরা সবসময় মনে রাখব। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী দলের সিনিয়র নেতাদের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল।’ জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিক্ষাই দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/এনআর/পিটিএম

সেলিম মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর