মেট্রোরেল উদ্বোধনের দাওয়াতপত্র হাতে পেয়ে প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস
সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ০০:১০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৩:৫৩
২৭ ডিসেম্বর ২০২২ ০০:১০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৩:৫৩
ঢাকা: প্রধানমন্ত্রীর হাতে মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াতপত্র তুলে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দাওয়াতপত্র হাতে পেয়ে প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) গণভবনে সভাপতিমণ্ডলীর সভা শুরুর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ দাওয়াতপত্র তুলে দেওয়া হয়। এ সময় হাততালি দিয়ে অভিনন্দন জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্যরা।
উল্লেখ্য, তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রোরেল উদ্বোধন ২৮ ডিসেম্বর। এর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উত্তরার দিয়াবাড়িতে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন।
সারাবাংলা/এনআর/পিটিএম