২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১০৬, মৃত্যু আরও ২ জনের
২৬ ডিসেম্বর ২০২২ ২১:৩২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ০৯:৪৯
ঢাকা: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হলেন ৬২ হাজার ১২৭ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯ হাজার ৯৯ জন এবং রাজধানীর বাইরে ২৩ হাজার ২৮ জন।
সোমবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরও দু’জন মারা গেছেন। দেশে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৮ জন।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৪৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী রাজধানীর বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়াও বর্তমানে রাজধানীর বাইরে ২০৪ ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে চলতি বছর এখন পর্যন্ত ৩৮ হাজার ৬৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে ২২ হাজার ৭১৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি বছর দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৮ জন। তাদের মধ্যে ঢাকায় মারা গেছেন ১৭১ জন এবং ঢাকার বাইরে অন্যান্য জেলায় ১০৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪ জনের। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৭৬৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি ২১ হাজার ৯৩২ জনই ভর্তি হন অক্টোবর মাসে। এ ছাড়া জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারি মাসে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন, জুন মাসে ৭৩৭ জন, জুলাই মাসে এক হাজার ৫৭১ জন, আগস্ট মাসে তিন হাজার ৫২১ জন ও সেপ্টেম্বর মাসে ৯ হাজার ৯১১ জন রোগী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ নভেম্বরে ১৯ হাজার ৩৩৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এ মৌসুমে জুন মাসে প্রথম কোনো ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। জুলাইয়ে ৯ জন, আগস্ট মাসে ১১ জন, সেপ্টেম্বরে ৩৪ জন, অক্টোবরে ৮৬ জন, নভেম্বরে ১১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। ডিসেম্বরে এখন পর্যন্ত ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ বছর যাদের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১৭১ জন ঢাকা বিভাগের। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৮ জন মারা গেছে চট্টগ্রাম বিভাগে। এর মাঝে শুধুমাত্র কক্সবাজার জেলায় মারা গেছে ২৬ জন।
উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
সারাবাংলা/এসবি/পিটিএম