Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমির খসরুসহ ৫ জনের নামে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২২ ১৫:৪৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১৭:৪৩

ঢাকা: প্লট জালিয়াতি ও নকশা বহির্ভূতভাবে হোটেল সারিনা নির্মাণের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীসহ ৫ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৬ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের উপপরিচালক সেলিনা আখতার বাদী হয়ে মামলা দায়ের করেন বলে জানা গেছে।

মামলার অন্য আসামিরা হলেন- মিসেস তাহেরা খসরু আলম, গোলাম সরোয়ার, সাবেরা সরোয়ার (নীনা) ও আওরঙ্গজেব নান্নু।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘আসামিরা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানী এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নম্বর প্লটটি ডেভেলপ করার নামে ওই প্লটের সঙ্গে পার্শ্ববর্তী ২৫ নম্বর প্লট ক্রয় করেন। সেখানে নকশা না মেনে উভয় প্লটে ২২ তলা ও ২১ তলা ভবন নির্মাণ করেন।’

সারাবাংলা/এসজে/এমও

আমির খসরু দুদকের মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর