নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ওবায়দুল কাদের
২৬ ডিসেম্বর ২০২২ ১৫:২৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১৭:১৫
ঢাকা: টানা তৃতীয়বারের মতো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। পাশাপাশি তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীও। একদিকে নতুন দায়িত্ব অন্যদিকে সরকারের শেষ সময় সব মিলিয়ে সময় ও দায়িত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
সোমবার (২৬ ডিসেম্বর) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নতুন দায়িত্ব গ্রহণ করার পর দায়িত্ব আরও বেড়ে গেল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। এখন একটা প্রতিকুল পরিবেশে সাঁতার কাটছে দেশ। নতুন দায়িত্ব নেওয়ার পর এই প্রতিকূলতাকে চ্যালঞ্জ হিসেবে নিয়ে কাজ শুরু করতে হবে। এখানে আমার কঠিক দায়িত্ব পালন করতে হবে। সেগুলো মোকাবিলা করাই আমার জন্য বড় চ্যালেঞ্জ হবে। সামনে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করাও কঠিন দায়িত্ব আমার ওপর।’
তিনি বলেন, ‘আজ পুর্নাঙ্গ কমিঠি গঠন হবে। বিরোধী দলের শান্তিপুর্ন আন্দোলন মোকাবিলা করার সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে।’
জঙ্গিবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি যাদের দোসর তারা এখন ষড়যন্ত্র করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এটাকে মোকাবিলা করতে হবে।’
মেট্রোরেলের কাজের কথা উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আগামী বছর এমআরটি লাইনের কাজ পুরোপুরি শেষ হবে। এরপর কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২১ কিলোমিটার পাতাল রেলের কাজ শুরু হবে।
বঙ্গবন্ধু টানেলের কাজ শেষ পর্যায়ে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বে আজ যুদ্ধ নিষেধাজ্ঞায় কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে চলতে হচ্ছে। নতুন করে করোনা সংক্রমণ শুরু হচ্ছে। ভারতে যেহেতু সংক্রমণ শুরু হয়েছে, আমরাও প্রস্তুত হচ্ছি। সব মিলিয়ে কঠিন পরিস্থিতি এখন।’
বিএনপির আন্দোলন কর্মসূচী সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচির রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি সামর্থ্য আওয়ামী লীগের রয়েছে।’
জঙ্গিবাদী শক্তির সাম্প্রদায়িক শক্তি তাদের দোসর তারাও ও ষড়যন্ত্রমূলক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘গঠনমূলক সমালোচনাকে আমি স্বাগত জানাই তবে বিদ্বেসমূলক সমালোচনা আর বিরোধিতার খাতিরে বিরোধিতা করা ঠিক না।’
তিনি বলেন, ‘দেশ একটি উন্নয়নের রূপান্তর ঘটেছে যার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
সারাবাংলা/জেআর/ইআ