তাইওয়ান ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া
২৬ ডিসেম্বর ২০২২ ১৫:১৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১৫:৫৪
তাইওয়ান দ্বীপরাষ্ট্র ঘিরে বিশাল সামরিক মহড়া চালিয়েছে চীন। এ মহড়ায় অংশ নিয়েছে চীনের যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ। ২৪ ঘণ্টা ধরে চলা এ মহড়া তাইওয়ানে উদ্বেগ ছড়িয়েছে। দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে চীনের মহড়ার খবর প্রকাশ করেছে।
গত শনিবার বার্ষিক প্রতিরক্ষা ব্যয় বিলে তাইওয়ান-সম্পর্কিত বিধান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এর একদিন পর তাইওয়ান ঘিরে বিশাল এই সামরিক মহড়া চালিয়েছে চীন।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে ৪৭টি চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মাঝামাঝি অতিক্রম করেছে।
এসব যুদ্ধবিমানের মধ্যে রয়েছে, ১৮টি জে-১৬ ফাইটার জেট, ১১টি জে-১ ফাইটার, ৬টি সু-৩০ ফাইটার জেট এবং কয়েকটি ড্রোন। এছাড়া জলসীমায় ছিল অন্তত সাতটি চীনা যুদ্ধজাহাজ।
গত বছর থেকে তাইওয়ানের আশেপাশে সামরিক মহড়া বাড়িয়েছে চীন। তাইয়ানকে চীনের মূলভূখণ্ডে জুড়ে নিতে একাধিকবার প্রতিশ্রুতি ব্যক্ত করছে চীনা নেতৃত্ব। প্রায় প্রতিমাসেই তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমান পাঠাচ্ছে বেইজিং। গত আগস্টে বেইজিংয়ের আপত্তি সত্ত্বেও তাইওয়ান সফর করেন তৎকালীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তার সফরের পরদিনই তাইওয়ানের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া চালায় চীন।
সারাবাংলা/আইই