Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে গরু চোর সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২২ ১২:৫৬

নড়াইল: সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বীড়গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের একজন বাগেরহাটের ফকিরহাট উপজেলার দাড়িয়া বারইডাঙ্গা গ্রামের গফুর শেখের ছেলে আসাদুল শেখ (৩৬)। অপরজনের নাম-ঠিকানা জানা যায়নি।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ খবর পেয়ে সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের পাশের শস্য ক্ষেত ও মেহগনি বাগান থেকে লাশ দু’টি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দু’টি নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক মাসের মধ্যে বীড়গ্রামের সুশেন বিশ্বাসের একটি, উজিরপুর গ্রামের রাম বিশ্বাসের পাঁচটি গরু চুরি হয়। ওই ঘটনার পর থেকে দুই গ্রামের লোকজন গরু চোর ধরতে নিয়মিত পাহারা দেওয়া শুরু করেন। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বীড়গ্রামের রেবো বিশ্বাসের বাড়ি থেকে গরু চুরি করতে গেলে বাড়ির মালিক টের পেয়ে চিৎকার করেন। এ সময় আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে চোরদের ধাওয়া দেয়।

গ্রামবাসীর ধাওয়া খেয়ে দলের ৩-৪ জন চোর পালিয়ে যায়। তবে গরু চোর সন্দেহে আসাদুল শেখ ও অজ্ঞাত ব্যক্তি ধরা পড়েন। দুইজনকে লোকজন গণপিটুনি দিয়ে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের পাশে ফেলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস জানান, ইউনিয়নের বীড়গ্রামসহ আশেপাশের গ্রামে দিনের বেলায় ফেরিওয়ালা সেজে এরা কম্বল, থালা-বাটি ও অন্যান্য মালামাল বিক্রি করে খোঁজ-খবর নিয়ে রাতের চুরির কাজে লিপ্ত হতো।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

গরু চোর টপ নিউজ পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর