কারও কাছে হাত পেতে মাথা নত করবো না: প্রধানমন্ত্রী
২৬ ডিসেম্বর ২০২২ ১২:৪২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১৬:০০
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি যতক্ষণ আছি বাংলাদেশের মানুষ যেন অন্তত আইনের শাসন পায়, সঠিক বিচার পায়। তাদের স্বার্থে এই জুডিশিয়াল সার্ভিসের জন্য যা যা করণীয় আমরা তা করে দেবো। বাংলাদেশের মানুষ যেন উন্নত জীবন পায়, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলবো। বিশ্বের কাছে মাথা উঁচু করে চলবো। কারও কাছে হাত পেতে মাথা নত করবো না।’
সোমবার (২৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন এবং স্মার্ট বাংলাদেশের পরিকাঠামো কি হবে তা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘সর্বক্ষেত্রের ডিভাইস ব্যবহার করে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট বাংলাদেশ আমরা ২০৪১ সালের মধ্যে গড়ে তুলবো।’
জুডিশিয়াল সার্ভিসে কর্মরত সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘চলুন সবাই মিলে বাংলাদেশের মানুষের জীবনে যেন আইনের শাসন নিশ্চিত হয় সেই ব্যবস্থা করি। তারা যেন উন্নত জীবন পায় এবং এই স্বাধীন বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হবে; সেই বাংলাদেশ আমরা গড়ে তুলি।’
বিশ্বব্যাংক পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগ তুলেছিল, সে বিষয়ে সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, ‘বহু চ্যালেঞ্জ এসেছিল সেগুলিও মোকাবিলা করেছি। কিন্তু পদ্মাসেতু নিয়ে যখন দুর্নীতির অভিযোগ এনেছে, সেটা আমি সহ্য করতে পারিনি। এটাও প্রমাণ হয়েছে কোনো দুর্নীতি হয়নি। কানাডার ফেডারেল কোর্ট রায় দিয়েছে, বিশ্ব ব্যাংকের সব অভিযোগ মিথ্যা এবং ভুয়া। তারপরও বিশ্ব ব্যাংকের কাছ থেকে টাকা নিইনি। আমি বলেছিলাম নিজেদের অর্থে এই পদ্মা সেতু করবো। ইনশাল্লাহ আমরা করেছি। এই একটা সিদ্ধান্তে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন হয়ে গেছে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘জাতির পিতা ৭ই মার্চের ভাষণে বলেছিলেন কেউ দাবায়া রাখতে পাররা না। তারা এখন সবাই জানে বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। এই জুডিশিয়াল সার্ভিসের জন্য যা যা করণীয় আমরা তা করে দেবো।’
সারাবাংলা/এনআর/এমও