Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাগে মিলল মানুষের কাটা পা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২২ ১১:৩৬

বরিশাল: বরিশালে সড়কের পাশে একটি ব্যাগ থেকে মানুষের পায়ের কাটা অংশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ১২টার পর নগরীর বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) সংলগ্ন বান্দ রোড থেকে কাটা পা উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

বরিশাল কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হাসান বলেন, ‘স্থানীয়রা রাতে রাস্তার পাশে ব্যাগটি দেখতে পান। পরে তারা ব্যাগের মধ্যে কাটা পা দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কাটা পা পুরুষের। তবে এটি কার পা বা কীভাবে এখানে এলো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম বলেন, ‘কাটা পায়ের ব্যাপারে এখনও কেউ কোনও অভিযোগ বা মামলা করতে থানায় আসেনি। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

কাটা পা বরিশাল মানুষের কাটা পা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর