পৌষের শুরুতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
লোকাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২২ ০৯:২২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১৫:১৭
২৬ ডিসেম্বর ২০২২ ০৯:২২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১৫:১৭
হিলি: পৌষের শুরুতেই দিনাজপুরের হিলিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ করে এমন বৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই পুরো আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, দেখা মিলেনি সূর্যের। সেই সঙ্গে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে গুঁড়ি বৃষ্টি।
এদিকে অসময়ে বৃষ্টির কারণে দুশ্চিন্তায় পড়েছেন এ অঞ্চলের আলু, গম, সরিষা চাষিরা।
দিনাজপুর আবহাওয়ার অফিসের তথ্যমতে, আজ সোমবার সকাল ৬টায় ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে।
সারাবাংলা/এমও