Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ জানুয়ারি শুরু বাণিজ্যমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ২১:৫৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১২:৫৮

ঢাকা: প্রতিবছরের মতো আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৩। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর অদূরে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) দ্বিতীয়বারের মতো এই মেলা অনুষ্ঠিত হবে। এবার বাড়ছে মেলার পরিধিও।

রোববার (২৫ ডিসেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সরাসরি গিয়ে এই মেলার উদ্বোধন করবেন। মাসব্যাপী এই মেলা চলবে।

এটি বাণিজ্যমেলার ২৭তম আসর। আর পূর্বাচলে বঙ্গবন্ধু এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়। ২০২২ সাল থেকে পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্যমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সারাবাংলা/ইএইচটি/একে

পূর্বাচল প্রধানমন্ত্রী বাণিজ্যমেলা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর