যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
২৫ ডিসেম্বর ২০২২ ২১:৪৯ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ২২:৫৭
যশোর: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর বাদিয়া পোতা নামক স্থানে প্রাইভেটকার এবং শহরের ধর্মতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে।
যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- যশোর নতুন উপশহর এলাকার সেক্টর-১ এর মঞ্জুর কাদেরের ছেলে আরমান হোসেন(৩৭), শহরের কাজী পাড়া এলাকার শেখ আব্দুল মান্নানের ছেলে শেখ খোকন (৩৮)। অপরদিকে, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন শহরের পোস্ট অফিস পাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে শিমুল হোসেন(৩৩)। এছাড়া প্রাইভেটকারে থাকা অপর যাত্রী কাজীপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে লিটন হোসেন (২৭) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে উপশহরের ফারুকের ওর্য়াকসপ থেকে একটি প্রাইভেটকার নিয়ে খোকন, আরমান ও লিটন সদর উপজেলার লেবুতলা এলাকায় যাচ্ছিলেন। পথে বাহাদুরপুর বাদিয়া পোতা নামকস্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের মধ্যে থাকা আরমান ও খোকন প্রাণ হারান। আহত হন লিটন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত লিটনকে হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে, প্রায় কাছাকাছি সময়ে শহরের ধর্মতলা এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল চালক শিমুল আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/পিটিএম