আওয়ামী লীগের নতুন কমিটিকে ন্যাপের অভিনন্দন
২৫ ডিসেম্বর ২০২২ ১৯:২৪ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ২০:২৩
ঢাকা: দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে জননেত্রী শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।
রোববার (২৫ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া এ অভিনন্দন জানান।
জাতীয় সম্মেলনে গঠিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, ‘দেশের সকল গণতন্ত্রকামী জনতার প্রত্যাশা যে, আওয়ামী লীগের নতুন নেতৃত্ব দেশের মানুষকে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দেবে এবং দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ ব্যাবস্থা গ্রহণ করবে।’
তারা আশা প্রকাশ করেন, ‘আওয়ামী লীগের নতুন নেতৃত্ব গণতন্ত্রের কথা বলবে। মহান মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার মূল চেতনা ‘গণতন্ত্রকে’ প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করবে। দেশের পুরোনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসাবে স্বাধীনতা-সার্বভৌমত্ব, পতাকা-মানচিত্র রক্ষায় এবং মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে অনেক বেশি দায়িত্ববান হবে।’
ন্যাপের নেতারা আরও বলেন, ‘আমরা আশা করি, বর্তমানে দেশে গণতন্ত্র ও সুষ্ঠু রাজনীতি চর্চার যে ঘাটতি আছে, সেটা পূরণ করতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সচেষ্ট হবে আওয়ামী লীগের নতুন কমিটি। গণমানুষের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আওয়ামী লীগের ঐতিহ্য রয়েছে। আগামী দিনে দলটি সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করতে সমর্থ হবে।’
অভিনন্দন বার্তায় আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া।
সারাবাংলা/এজেড/এনএস